মেলায় যাইরে…
রাব্বিউল হাসান, জয়পুরহাট এ তো শহরের চার দেয়ালের মাঝে কয়েকটি স্টলের রকমারি পণ্যের মেলা নয়। এ যে গ্রামের সেই ঐতিহ্যবাহী মেলা-যেখানে নাগরদোলা, চিনির পুতুল, লাঠি-চকলেট থেকে শুরু করে থাকে লাঠিখেলা পর্যন্ত। তাই তো ছেলে, বুড়ো, খোকা, খুকু সবাই অপেক্ষায় থাকে এই দেউগ্রামের মেলার জন্য।…